6624

03/19/2025 মারা গেছেন নারীবাদী কমলা ভাসিন

মারা গেছেন নারীবাদী কমলা ভাসিন

আর্ন্তজাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৩

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন। স্থানীয় সময় শনিবার ভোরে শেষ ‍নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ভারতের মানবাধিকার কর্মী কবিতা শ্রীভাস্তাভা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এক টুইটবার্তায় কবিতা বলেন, আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন আজ ভোর ৩টার দিকে মারা গেছেন। তার মৃত্যু ভারত এবং দক্ষিণ এশীয় অঞ্চলে নারী আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা।

বেশ কিছুদিন ধরে কমলা অসুস্থ ছিলেন। সর্বশেষ শুক্রবার পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]