6630

03/13/2025 পঞ্চগড়ে বাসর রাতে আত্মহত্যা করল বর!

পঞ্চগড়ে বাসর রাতে আত্মহত্যা করল বর!

জেলা সংবাদ, পঞ্চগড়

২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:২১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়ার বাবুল হোসেন নামের এক যুবক বাসর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সমার উদ্দীনের মেয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বাবুলের। রাতেই নতুন বউকে বরের বাড়িতে আনা হয়। বিয়ের সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে দেওয়া হয়। ওই রাতেই রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবুল। শনিবার ভোরে বাড়ির লোকজন বাবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]