6632

03/19/2025 মাশরাফিকে নিয়ে সত্য কথাগুলো প্রকাশ করলেন মাহমুদউল্লাহ!

মাশরাফিকে নিয়ে সত্য কথাগুলো প্রকাশ করলেন মাহমুদউল্লাহ!

ক্রীড়া ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:০৩

ঘটনাটি প্রায় সাত বছর আগের। ফর্ম না থাকায় এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু হতাশ হলেননা তিনি। কঠোর পরিশ্রম করে পরের বছর ওয়ানডে বিশ্বকাপে ফিরেই জোড়া সেঞ্চুরি ইতিহাস করলেন তিনি।

২০১৯ সালে সাকিবের নিষেধাজ্ঞায় অনাকাঙ্ক্ষিতভাবে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান। মেধা ও সামর্থ্যের সবকুটু দিয়ে সেই দায়িত্ব স্থায়ী করেছেন।

এরই মধ্যে রেকর্ডও গড়েছেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের। বাংলাদেশকে টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে নিয়ে এসেছেন ছয়ে। বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাশরাফিকে ধন্যবাদ জানান খারাপ সময়ে পাশে থাকার জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন নিজের বিশ্বকাপ ভাবনা নিয়ে অনেক কথা। নিজের খারাপ সময়ে কাকে পাশে পেয়েছেন সবচেয়ে বেশি, আর কেইবা তাকে খাদেম সময়ে সাহস জুগিয়েছে এমন এক প্রশ্নের জবাবে রিয়াদ জানান, হ্যাঁ, একজন মানুষের কথা আমি অবশ্যই বলব সেটা হচ্ছে মাশরাফি ভাই, যিনি আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন।

রিয়াদ আরও বলেন, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার এবং আমার ভাই হিসেবে (বিং ক্যাপ্টেন, বিং সিনিয়র প্লেয়ার বিং মাই ব্রাদার) সব সময় আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে মানসিকভাবে অনেক সহযোগিতা করেছেন তো এটার জন্য উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]