6635

03/19/2025 সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে করোনা নতুন শনাক্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৬১ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬২৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২২১ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৪৮ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]