6638

03/19/2025 এবার গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশের মনিরুল

এবার গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশের মনিরুল

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৬

এক হাতের পিঠে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন কিশোরগঞ্জের মনিরুল ইসলাম।

মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪তম ব্যাচের এবং ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি তিনি জানান।

বাংলাদেশের হয়ে ১৫তম গিনেসে নাম লেখানো মমিনুল ইসলামের করা রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অব দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের উপর। তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেন্সিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর। তার নাম সিয়াম রেজোয়ান খান। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল ব্যালান্স করতে পেরেছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]