6654

03/19/2025 ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, নিহত ২

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, নিহত ২

আর্ন্তজাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’আঘাত হেনেছে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে।

এতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জেলেদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিহত হয়েছেন। নৌকায় থাকা আরও ৪ জন এখনো নিখোঁজ। খবর-আনন্দবাজার।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) এক টুইট বার্তায় জানিয়েছে, রোববার রাতে ঘূর্ণিঝড় গুলাবের অগ্রভাগ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়টি।

আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও উড়িষ্যার গোপালপুর অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী দুইদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

উড়িষ্যার গাঞ্জাম জেলার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জিনা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে উড়িষ্যা উপকূল থেকে প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]