6655

03/19/2025 লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩২

লালমনিরহাটের তিস্তা (দোয়ানী) ব্যারাজ পয়েন্টে আব্দুল মালেক নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘটনাটি রবিবার (২৬ সেপ্টটেম্বর) রাত ৯টার দিকে ঘটেছে। আব্দুল মালেক দোয়ানী এলাকায় বসে ছিলেন। পিছন থেকে আঘাত করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

লালমনিরহাট জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মালেকের পরিবারের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) মরদেহ মর্গে পাঠানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]