6660

09/20/2024 দেশে দুর্নীতি প্রতিরোধে চাপ অব্যাহত থাকবে: পরিকল্পনামন্ত্রী

দেশে দুর্নীতি প্রতিরোধে চাপ অব্যাহত থাকবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯

দেশে দুর্নীতি আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু কাউকে মারধর করে দুর্নীতি বন্ধ করা যাবে না। বিভিন্ন আইন কানুন দিয়ে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল রেচিলিয়েন্ট প্রোগাম (এনপিআর) কর্মসূচির আওতায় ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের কাজ প্রকল্প আটকানো নয়। আমরা চাই দ্রুত কাজ হোক। তবে আইন কানুনের মধ্যে থেকে কাজ করতে হবে। কিন্তু মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্মতভাবে কাজ না করলে প্রকল্প বাস্তবায়ন করে লাভ নেই।

তিনি আরও বলেন, জরুরি অবস্থায় আমরা সবাই এক হয়ে কাজ করি। কিন্তু স্বাভাবিক সময়ে কেন সেটি করিনা। একই হাত, একই মাথা, একই মানুষ। তাহলে স্বাভাবিক সময়ে কেন জরুরি অবস্থার মতো ভাল কাজ হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]