মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে প্রকাশ হয়েছে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূচি প্রকাশ করে। এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিন অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।
এছাড়া একই দিনে (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে।