রাজধানীর বাড্ডা লিংক রোডে মামলা দেওয়ায় সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন শওকত আলম সোহেল নামে এক যুবক।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় কর্তব্যরত পুলিশ তার বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলের আগুন নেভায়।
তিনি আরও বলেন, মোটরসাইকেল এবং এর চালককে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আটক বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ এবং কী কারণে তিনি এমন করেছেন।