6665

03/19/2025 ছেলে জয়ের জন্মদিনে শাকিব খানের স্ট্যাটাস

ছেলে জয়ের জন্মদিনে শাকিব খানের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৯

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) পাঁচ পেরিয়ে ছয়ে গড়ালো শাকিব-অপু দম্পতির সন্তান আব্রাম খান জয়ের। ছেলের জন্মদিনে ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব লিখেছেন: ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ।

তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা।

জীবনে সাফল্যের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাম খান জয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]