6673

03/19/2025 ৭ কোটি টাকার বেলে পাথরের পিলার খণ্ডসহ গ্রেপ্তার ২

৭ কোটি টাকার বেলে পাথরের পিলার খণ্ডসহ গ্রেপ্তার ২

নওগাঁ থেকে

২৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৯

নওগাঁর নিয়ামতপুরে একটি বাড়ি থেকে সাড়ে ১২ মণ ওজনের প্রাচীন বেলে পাথরের পিলার খণ্ডসহ (কষ্টিপাথর সাদৃশ্য) আশিকুল ইসলাম, সাদেকুর রহমান নামের দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে র‌্যাবের সদস্যরা নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি থেকে প্রাচীন বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করা হয়। যার ওজন প্রায় ৫০০ কেজি। প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় বাড়ির মালিক আশিকুল ইসলাম এবং তার সহযোগী সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন ব্যক্তিদের কাছে উল্লেখিত বেলে পাথর সঞ্চয় ও বিক্রির চেষ্টা করছিলো। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]