6675

03/19/2025 সামান্থার প্রেমে পড়েছেন শহিদ কাপুর!

সামান্থার প্রেমে পড়েছেন শহিদ কাপুর!

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।

সম্প্রতি ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজের মাধ‌্যমে ডিজিটাল প্ল‌্যাটফর্মে পা রেখেছেন সামান্থা। ওয়েব সিরিজটি মুক্তির কয়েক মাস পর সামান্থার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা শহিদ কাপুর।

টুইটারে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শহিদ কাপুর। এ সময় এক ভক্ত ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে সামান্থার অভিনয় সম্পর্কে জানতে চান। শহিদ কাপুর বলেন—‘ওয়েব সিরিজটি দেখে আমি তার (সামান্থা) প্রেমে পড়েছি। তার সঙ্গে কাজ করতে পারলে খুব ভালো লাগবে।’

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে অভিনয় করে বিতর্কের মুখেও পড়েছিলেন সামান্থা। এটি পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামণি প্রমুখ। গত ৩ জুন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]