মহামারি করোনাভিইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বিশ্বে ত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৫৩৫১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫৩০ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৩৭ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯২৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯ হাজার ১১৯ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।