6684

03/19/2025 নতুন বিপাকে কঙ্গনা!

নতুন বিপাকে কঙ্গনা!

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:০৩

আলোচনা-সমালোচনা, খবরের শিরোনাম, সামাজিক যোগাযোগ মাধ্যম যেন একজনেরই দখলে। বলছি ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণৌতের কথা।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার ‘থালাইভি’ সিনেমাটি। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে বিপাকে পড়েছেন তিনি।

‘থালাইভি’ সিনেমায় প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এই চরিত্র ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করেননি তিনি। এমনকি ২০ কেজি ওজনও বাড়িয়েছেন। কিন্তু এজন্য তার শরীরে বেশ কিছু স্থায়ী পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে শরীরে স্ট্রেচমার্কস তৈরি।

এ প্রসঙ্গে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘৬ মাসের মধ্যে ২০ কেজি ওজন বাড়িয়ে আবার ৬ মাসের মধ্যেই সেই ওজন কমানো ৩০ এর ঘরে এসে বেশ কঠিন। শরীরে অনেক সমস্যা হয়েছে। চিরকালের জন্য আমার শরীরে স্ট্রেচমার্কস হয়ে গিয়েছে। কিন্তু শিল্পের জন্য এটুকু মূল্য তো দিতে হয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]