6685

03/19/2025 কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ আর নেই

কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ আর নেই

সাহিত্য ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:২০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ ন্বিঃশ্বাস ত্যাগ করেন।

তার সতীর্থ সঞ্জীব পুরোহিত গণমাধ্যমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যানসার আক্রান্ত হয়ে ফরিদা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন আজ ভোরে মারা গেলেন তিনি।

১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ফরিদা মজিদ।

তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জ্যোৎস্নার কন্যা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]