6694

03/19/2025 দেশে আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির

দেশে আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিশেষ প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:২৯

যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি বলেছেন, ‘যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ। আমি দেশের বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে। তখন তাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

প্রতিনিধি দল কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]