6701

03/19/2025 দুপুরে ইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে তামিমের দল

দুপুরে ইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে তামিমের দল

ক্রীড়া প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৩

এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস আজ নিজেদের তৃতীয় ম্যাচে বিরাটনগর ওয়ারিয়রসের মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের শুরুতেই বৃষ্টির কারণে তামিমদের প্রথম দুটি ম্যাচে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তাই এখনো তামিম ইকবালের ব্যাট হাতে নামা হয়নি নেপালের মাঠে। তবে সবকিছু ঠিক থাকলে তামিম ইকবালকে আজ ব্যাট হাতে মাঠে দেখা যাবে।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস একাদশঃ শারদ ভেসাওকর, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।

বিরাটনগর ওয়ারিয়রস একাদশঃ করন কেসি, আসিফ শেখ, অনিল কুমার শাহ, সন্দ্বীপ রাজাইলি, সৌরভ খানাল, সুমিত মাহারজান, হরি বাহাদুর চৌহান, সনু দেবকোটা, প্রতীশ জিসি, রাম নরেশ গিরি, বিক্রম কুমার ভুসাল, অনিল খানেল, অর্জুন চুনারা, সান্তোষ যাদব, রায়ান পাঠান, চন্দরপল হেমরাজ, সিকান্দার রাজা এবং দিলশান মুনাভীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]