6703

03/19/2025 করোনার টিকা না নেওয়ায় মার্কিন বিমানসংস্থার ৬০০ কর্মী বরখাস্ত

করোনার টিকা না নেওয়ায় মার্কিন বিমানসংস্থার ৬০০ কর্মী বরখাস্ত

আর্ন্তজাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২৮

মহামারি করোনাভাইরাসের টিকা না নেওয়ায় ৬০০ কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্পুটনিকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়, এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে যেসব কর্মী রাজী নন তাদের কোম্পানি থেকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্পুটনিক জানায়, বিমান সংস্থাটি নিজেদের কর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করলেও আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মতো অন্যান্য মার্কিন বিমান সেবা সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেনি।

এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাঁটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]