6709

03/19/2025 রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৩০ জন আটক

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৩০ জন আটক

আর্ন্তজাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪০

হাঙ্গেরিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে রোমানিয়া সীমান্ত থেকে ১৩ জন বাংলাদেশিসহ ৩০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রোমানিয়ার আরাদ বর্ডার পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সীমান্তের পেরুগ ম্যারে এলাকায় পুলিশ ১৩ জনকে হেঁটে যেতে দেখে পরিচয় নিশ্চিতের জন্য তাদেরকে থামার নির্দেশ দেয়।

বিবৃতিতে পুলিশ বলেছে, ‘ওই এলাকায় তাদের উপস্থিতি বৈধ না হওয়ায় তাদেরকে তল্লাশি চৌকির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তদন্তের পর জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]