6718

04/20/2025 মাগুরায় আস্ত যাত্রীবাহী বাস গায়েব, গ্রেপ্তার ৫

মাগুরায় আস্ত যাত্রীবাহী বাস গায়েব, গ্রেপ্তার ৫

মাগুরা থেকে

৩০ সেপ্টেম্বর ২০২১ ০৩:২২

একটি আস্ত যাত্রীবাহী বাস গায়েব করে দিয়েছে আন্তঃজেলার একটি চোর চক্র। পরে ওই বাসটি খন্ড খন্ড করে বিক্রি করে দেওয়ার সময় মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামের পাসপোর্ট অফিস এলাকা থেকে চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- জহিরুল ইসলাম ওরফে আকিদুল, শরিফুল ইসলাম, সোহেল আল মামুন, রব্বানী ও শরিফুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে সুমাইয়া ট্রাভেলস নামের একটি বাসের (চ্যাসিস নম্বর-এমএটি ৩৮৯০৬৫৬০আর০০২৭১, ইঞ্জিন নম্বর –৬০এল৬২৫২৬৩০৩, রেজিস্ট্রেশন নম্বর-পাবনা ব-১১-০০৪০) কাটা বাসের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]