পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে (পিবিআই) উঠে এসেছে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে অবৈধ। জালিয়াতির মাধ্যমে তামিমার আগের স্বামী রাকিব হাসানের সাথে তার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। নাসির, তামিমাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল হয়েছে। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম ৩১ অক্টোবর তিনজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।
উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি কোনো রকম ডিভোর্স পেপার ছাড়াই রাকিব হাসানের স্ত্রী তামিমাকে বিয়ে করার অভিযোগে সদ্য বিবাহিত ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে করা মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। তামিমার আসল স্বামী রাকিব হাসান বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে এ মামলা করেন।