6729

03/19/2025 তামিমা এখনও আমার স্ত্রী, হাসিমুখেই ঘরে নেব: রাকিব

তামিমা এখনও আমার স্ত্রী, হাসিমুখেই ঘরে নেব: রাকিব

ক্রীড়া প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:২০

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে তাম্মির প্রথম স্বামী রাকিবের দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তাম্মির মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আইনগতভাবে তামিমা এখনও রাকিব হাসানের স্ত্রী। কিন্তু কী ভাবছেন রাকিব? বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালত থেকে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাম্মির প্রথম স্বামী রাকিব।

তার কাছে পরবর্তী করণীয় কী জানতে চাইলে রাকিব বলেন, 'সে এখনও আমার স্ত্রী, এটা আইনই বলে দিয়েছে। তামিমা আমার স্ত্রী, তাকে হাসিমুখেই ঘরে নেব, বরিশাল নিয়ে যাব। আমার মেয়েকে দেখাশোনা করবে।'

তিনি যখন কথা বলছিলেন তখনও অবস্থান করছিলেন আদালতে। নাসির-তামিমাকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়েছে। যদি না আসেন তাদের গ্রেপ্তার করা হবে।

এর আগে নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এ সংক্রান্ত মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]