লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে ধানক্ষেত থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় ২৩টি মহিষ ও ৩টি হরিয়ানা গরু আটক করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একটি টিম ও বিজিবি সদস্যরা।
আটককৃত গরু ও মহিষ গুলো দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার আল ইমরান।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে মহিষ এবং গরু আটক করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা করা হবে। আদালতের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।