6748

03/19/2025 আফগানদের দেশ না ছাড়ার অনুরোধ তালেবানের

আফগানদের দেশ না ছাড়ার অনুরোধ তালেবানের

আর্ন্তজাতিক ডেস্ক

১ অক্টোবর ২০২১ ১৬:২৮

তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হাজার হাজার আফগান। এসব আফগানকে সীমান্তে আটকে দিচ্ছে তালেবান। তাদেরকে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে ২০ বছর পর ক্ষমতায় ফেরা গোষ্ঠীটি।

তালেবানের সীমান্তরক্ষী মৌলবি হাকিয়ার বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া প্রতিদিন আট থেকে ৯ হাজার মানুষ এই সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে ফেরত পাঠাচ্ছি।’

কান্দাহার প্রদেশে তালেবানের কর্মকর্তা মৌলবি নুর মোহাম্মদ সাইদ বলেন, ‘মানুষজন ও পরিবারগুলোকে দেশ ত্যাগ না করার অনুরোধ করছে কর্তৃপক্ষ। এটা করলে আপনি আফগান সংস্কৃতির জন্য আপনার সম্মান হারাবেন।’

মধ্য আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর বিদেশি সংস্থাগুলো তাদের কার্যক্রম আফগানিস্তান থেকে গুটিয়ে নিয়েছে। এর ফলে দেশটিতে আসা বিদেশি অনুদানও বন্ধ হয়ে গেছে। এছাড়া খরার কারণে কৃষকদের ফসল উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম। সবমিলিয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে আফগানিস্তান। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানের এক তৃতীয়াংশ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]