6749

03/19/2025 বেঙ্গালুরুর থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেঙ্গালুরুর থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

১ অক্টোবর ২০২১ ১৬:৩২

ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল‌্যাট থেকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন‌্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এ অভিনেত্রীর ঘর থেকে ৪ পাতার একটি সুইসাইট নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা।

সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত‌্যা করার জন‌্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি। মানসিক অবসাদে ভুগছিলেন সৌজন‌্য। আর এজন‌্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

একইসঙ্গে কয়েকজন মানুষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই নোটে। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ‌্যে তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]