6756

03/19/2025 বিয়ের পিঁড়িতে জাপানের প্রিন্সেস মাকো

বিয়ের পিঁড়িতে জাপানের প্রিন্সেস মাকো

আর্ন্তজাতিক ডেস্ক

১ অক্টোবর ২০২১ ২০:০১

নানা বিতর্ককে তোয়াক্কা না করে রাজকীয় মর্যাদা ত্যাগ করে অবশেষে সাধারণ পরিবারের প্রেমিক কেই কোমুরোরকে বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা মাকো। আগামী ২৬ অক্টোবর তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে। খবর-বিবিসি।

বিয়ের পর স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।

এর আগে প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিয়ে পিছিয়ে যায়। বিয়ের পরিকল্পনা দুই বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় কোমুরো ও মাকোর। এরপরই প্রেম। ২০১৭ সালে তাদের বাগদান হয়।

জাপানের নিয়মানুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করার ক্ষেত্রে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছুই ত্যাগ করতে হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]