6758

03/19/2025 আমার বিয়ের বয়স এখনো হয়নি: জায়েদ খান

আমার বিয়ের বয়স এখনো হয়নি: জায়েদ খান

বিনোদন ডেস্ক

১ অক্টোবর ২০২১ ২১:৫৯

বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের এক প্রশ্নে চিত্রনায়ক জায়েদ খান তার এখনো বিয়ের বয়স হয়নি বলে দাবি করেছেন।

জায়েদ খান বলেন, 'বাবা যেহেতু বেচেঁ নেই। বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে বিয়ে করব কবে। আমার মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।'

সম্প্রতি প্রেমের বিষেয়ে আবারও মুখ খুললেন শিল্পী সমিতির এ নেতা। আপনি প্রেম করেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, 'মিথ্যা বলব না প্রেম করেছি। কিন্তু এখন আমি সিঙ্গেল। যাদের সঙ্গে প্রেম করেছি তাদের নাম বলা যাবে না। তবে আমি এতো বেশিও প্রেমি করিনি।'

আপনার প্রেম কি সব মিডিয়ার মেয়েদের সঙ্গেই ছিল? প্রশ্ন করলে জায়েদ বলেন, 'হ্যাঁ আমি মিডিয়াতেই প্রেম করেছি। সিনেমার মানুষদের সাথেই আমার প্রেম। তবে কতগুলো প্রেম করেছি সে সংখ্যা বলা যাবে না। সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]