6759

03/19/2025 রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় গ্রেপ্তার ১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজার থেকে

১ অক্টোবর ২০২১ ২২:৫২

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে সেলিমকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লার ছোট ভাই হাবিব উল্লাহ।

প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এ নিজ সংগঠনের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা মুহিবুল্লাহ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]