6760

03/19/2025 শনিবার আসছে অ‌্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার টিকা

শনিবার আসছে অ‌্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার টিকা

ডেস্ক রির্পোট

১ অক্টোবর ২০২১ ২৩:১০

অক্সফোর্ড-অ‌্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনা প্রতিরোধী টিকা শনিবার (২ অক্টোবর) বাংলাদেশে আসবে।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে অ‌্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসবে। এসব ভ্যাকসিন গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]