6763

03/19/2025 বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩২ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩২ জেলে

বরগুনা থেকে

২ অক্টোবর ২০২১ ১৫:০৯

বরগুনার পাথরঘাটার দুটি ট্রলারের ৩২ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিরে আসেনি।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, এফ বি আব্দুল্লাহ ট্রলারের ২০ জন এবং এফ বি মায়ের দোয়া ট্রলারের ১২ জন জেলে ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোম, মঙ্গল ও বুধবার বঙ্গোপসাগরে থেমে থেমে ঝড় বইতে থাকলে ট্রলার ডুবিতে ৪ জেলে মারা যায়।

তিনি আরও জানান, এরপর পাথরঘাটার সব জেলেরা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফেরত আসলেও দুটি ট্রলারের ৩২ জন জেলে ফেরত আসেনি। তাদের সন্ধানে দুটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের উদ্ধার অভিযান শুরু করেছে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]