6766

03/19/2025 বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক

২ অক্টোবর ২০২১ ১৫:৫৫

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (২ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৫ হাজার ৭০০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৭৬৬ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৩২৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৪১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজার ২৯৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৮০০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৮ হাজার ৯৮৪ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৩৯৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬০৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৩১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]