6770

03/19/2025 নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের মৃত্যু

নোয়াখালী থেকে

২ অক্টোবর ২০২১ ১৬:৪৯

নোয়াখালীর সেনবাগে শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটার ভবনে এস্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালক আকিব হোসেন লিটনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ অক্টোবর) সকালে পরিবার নিয়ে নতুন বাসায় ওঠেন লিটন। অন্য একটি ভবন থেকে থেকে বৈদ্যুতিক তার টেনে জানালা দিয়ে ঘরে নেন। রাতে বাসায় ফিরে দেখেন জানালা খোলা। জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান জানান, জানালা বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়েছে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]