কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। ১ অক্টোবর মধ্যরাতে পূর্ব আক্রোশের জের ধরে পিতা নিদান মিয়াকে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তারই ছেলে হৃদয় মিয়া।
স্থানীয়রা দেখতে পেয়ে নিদান মিয়াকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে সকালের দিকে স্থানীয়রা ঘাতক হৃদয় মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শাহাদত হোসেন বলেন, হৃদয় মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।