যশোরের বেনাপোল থেকে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি মশিয়ার রহমানকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে মশিয়ারকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার মশিয়ার রহমানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।