6816

03/19/2025 মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্টের মৃত্য

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্টের মৃত্য

আর্ন্তজাতিক ডেস্ক

৪ অক্টোবর ২০২১ ১৯:৫২

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৪ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছেন বিবিসি।

বিবিসি জানায়, লার্স ভিকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।

রোববারের (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের পার্টনার এই কার্টুনিস্ট নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]