6825

03/13/2025 বগুড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া থেকে

৫ অক্টোবর ২০২১ ০২:১০

বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ৩৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আশিক বাবু এবং একই এলাকার আলম।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের ওই এলাকায় বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে মাদক বিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে প্রাইভেটকার থেকে ৩৩৮ বোতল ফেনসিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ আশিক বাবু ও আলমকে গ্রেপ্তার করে র‌্যাব। জব্দ করা হয় প্রাইভেট কারটিও।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]