6831

03/19/2025 ‘নিরাপদ ডটকম‘ এর সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে মামলা

‘নিরাপদ ডটকম‘ এর সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ থেকে

৫ অক্টোবর ২০২১ ১৬:৫৩

স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য বিক্রেতা কোম্পানি ‘নিরাপদ ডটকম’ এর সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানায় ফাহিম হোসেন নামের এক তরুণ বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে জামালপুরের ইসলামপুর থানার শশারিয়াবাড়ীর নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার খান ও ঢাকা দক্ষিণখান থানার কাওলার টিনসেট কোয়াটারের এইচ এম মোফাজ্জল হোসেনের মেয়ে নিরাপদ ডটকমের ডিরেক্টর ফারহানা আফরোজ এ্যানিকে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন এ মামলা করেছেন। প্রাথমিক তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]