6842

04/04/2025 মির্জাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

৬ অক্টোবর ২০২১ ০০:৫৫

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মির্জাপুর থানার আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় মির্জাপুর থানা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিজাউল হক।

এসময় অন্যান্যের মধ্যে মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন, মির্জাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মির্জাপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার মন্ডলসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]