6843

04/20/2025 মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

৬ অক্টোবর ২০২১ ০৩:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে কেক কাটার মধ্য দিয়ে মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মির্জাপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ক্লাবের উপদেষ্টা ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক, উপদেষ্টা ও মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফারজানা রহমান উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে ক্লাবের প্রধান সমন্বয়কারী সালাহ উদ্দিন আহমেদ, ক্রীড়া বিষয়ক সমন্বয়কারী ডা. এম এ জলিল, সাংগঠনিক বিষয়ক সমন্বয়কারী রফিকুল ইসলাম মাখন, দপ্তর বিষয়ক সমন্বয়কারী শিপলু চৌধুরীসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১০ পাউন্ডের কেক কাটার পর জমকালো আতশবাজির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

উল্লেখ্য, ক্রীড়ার মাধ্যমে সুস্বাস্থ্য ও সুন্দর মন বিকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে ২০১১ সালের ৫ অক্টোবর শিক্ষক, চিকিৎসক, কৃষিবিদ, পুলিশ ককর্মকর্তা ও ব্যবসায়ীদের নিয়ে পেশাজীবীদের সমন্বয়ে মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের যাত্রা শুরু হয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]