6863

03/19/2025 রসায়নে নোবেল পেলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ২ জন অধ্যাপক

রসায়নে নোবেল পেলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ২ জন অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ০০:০৪

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদের পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক-ইনিস্টিটিউট ফার কোহলেনফোরশাংয়ের এবং ম্যাকমিলান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। পুরস্কারের ৮০ লাখ ক্রোনার (সুইডিশ মুদ্রা) তাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘অণু নির্মাণ একটি কঠিন শিল্প। বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলানকে আণবিক নির্মাণের একটি সুনির্দিষ্ট নতুন সরঞ্জাম : অর্গানোক্যাটালাইসিস তৈরির জন্য ২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]