ইসলামের টানে ২০১৯ সালের ৩০ জুন অভিনয়কে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে প্রশংসা পাওয়া নায়িকা জায়রা ওয়াসিম।
এমনকি অভিনয়কে বিদায় জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোবিজ সম্পর্কিত সব ছবি মুছে দেন। ভক্তদেরও অনুরোধ জানিয়েছিলেন তার ছবি যেন ডিলিট করে দেন। জীবনের নতুন অধ্যায়ে অভিনয় জগতের কোনো স্মৃতিচিহ্ন রাখতে চান না তিনি।
তবে এবার দুই বছর পর এই প্রথমবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন জায়রা ওয়াসিম। এই কাশ্মীরি কন্যার পোস্ট করা ছবিতে দেখা যায়, একটা ব্রিজের ওপর হাঁটছেন তিনি। তবে পরে রয়েছেন বোরখা। ক্যাপশনে লিখেছেন- ‘অক্টোবরে সূর্যের উষ্ণতা’।
ছবিটি পেছন থেকে তোলা। ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। তবুও এতদিন পর জায়রাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। সূত্র: হিন্দুস্তান টাইমস