কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান নিজের মেধা ও শ্রুতিমধুর গায়কীর কল্যাণে বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
নিয়মিত অডিওর পাশাপাশি টিভি চ্যানেলের সংগীতবিষয়ক অনুষ্ঠানে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন প্রতীক। এরই ধারাবাহিকতায় এবার বৈশাখী টিভির ফোন গানের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফোক লাইভ’-এ গাইবেন তিনি।
অনুষ্ঠানটি ৮ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। আফরিন অথৈয়ের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন সোলায়মান লিটু।
এতে গান গাওয়া প্রসঙ্গে প্রতিক হাসান বলেন, এ অনুষ্ঠানটির কথা কিছুদিন থেকেই শুনছি। এবার এতে গাইবার সুযোগ পেয়েছি। আশা করছি প্রত্যাশা অনুযায়ীই গাইতে পারব অনুষ্ঠানটিতে। সবাই দোয়া করবেন আমার জন্য।