6910

03/15/2025 জিম্বাবুয়েতে স্বর্ণের খনিতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

জিম্বাবুয়েতে স্বর্ণের খনিতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

আর্ন্তজাতিক ডেস্ক

৯ অক্টোবর ২০২১ ১৬:৩৬

জিম্বাবুয়ের একটি স্বর্ণ খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় চীনা নাগরিকসহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক জন।

বৃহস্পতিবার দেশটির মাজুই জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাজধানী হারারে থেকে ৫০ কিলোমিটার উত্তরে খনিটি অবস্থিত।

মাজুই জেলার আইনপ্রণেতা ফরচুন চাসি জানিয়েছেন, মারা যাওয়া বিদেশিরা সবাই চীনা নাগরিক।

তিনি বলেছেন, ‘আমি যখন সেখানে পৌঁছেছি তখন পুলিশ সদস্যদের মৃতদেহ সংগ্রহ করতে দেখেছি। আমার মন্ত্রণালয়ের ও সরকারের অন্যান্য কর্মকর্তারা চেষ্টা করছেন কী ঘটেছিল তা জানার।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]