শীঘ্রই বিয়ের পিড়িঁতে বসতে চলছেন কলকাতার অভিনেত্রী মধুরিমা বসাক। পাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তবে এ ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী।
‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মধুরিমা। ধারাবাহিকের লিড চরিত্র না হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্র দুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে।
পাশাপাশি মধুরিমা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স প্রেম’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমা জনপ্রিয় মুখ।
অভিনেত্রী বিয়ে করছেন তার পছন্দের পাত্রকেই। দুই বাড়ি থেকে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। তবে মধুরিমার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় এখনই বিয়ের ব্যাপারে মুখ খুলতে চান না অভিনেত্রী।
মধুরিমা বলেন, ‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এ মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এসব নিয়ে ভাবছি না।’