6946

03/13/2025 ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদানে সম্মতি দিয়েছে হু : স্বাস্থ্যমন্ত্রী

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদানে সম্মতি দিয়েছে হু : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রির্পোট

১১ অক্টোবর ২০২১ ০১:৪৬

বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ‌্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ‌্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশে ১৮ বছরের নিচের সব শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।’ ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি চলছে। এসব শিশুকে ফাইজারের টিকা দেওয়া হবে। আমাদের কাছে বর্তমানে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে। আরও ৪০ লাখ টিকা আমরা শিগগিরই পাব। আপাতত টিকার কোনো সংকট নেই।’

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা ৮ কোটি লোককে ডাবল ডোজ এবং পরের বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও ৪ কোটি লোককে ডাবল ডোজ টিকা দিতে সক্ষম হবো। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে আগামী বছরের এপ্রিলের মধ্যে। এতে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘অক্টোবরে ৩ কোটি, নভেম্বরে পৌনে ৪ কোটি, ডিসেম্বরে ৫ কোটি এবং জানুয়ারিতে পৌনে ৪ কোটিসহ আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রায় ১৬ কোটি টিকা বাংলাদেশে আসবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]