6948

04/25/2024 প্রতারণার মামলায় কারাগারে আরজে নিরব

প্রতারণার মামলায় কারাগারে আরজে নিরব

আদালত প্রতিবেদক

১১ অক্টোবর ২০২১ ০২:২৯

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার আরজে হূমায়ুন কবির নিরবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই রুহুল আমিন আসামি নিরবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে নিরবকে কারাগারে পাঠানোর বিষয়টি জানা গেছে।

গত ৮ অক্টোবর নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের সিইও রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনকে আসামী করে মামলা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]