6949

03/20/2025 নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে একজনের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে একজনের কারাদণ্ড

দুলাল সাহা, ঝালকাঠি থেকে

১১ অক্টোবর ২০২১ ০২:৫৭

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠির রাজাপুরে আব্দুল মান্নান সিকদার নামে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সিকদার পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে।

রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদুতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে আব্দুল মান্নান সিকদারকে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]