6954

04/25/2024 লকডাউন থেকে মুক্তি পেলেন সিডনির বাসিন্দারা

লকডাউন থেকে মুক্তি পেলেন সিডনির বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২১ ১৮:০৪

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ফলে র্দীঘ চার মাস ঘরে বন্দি ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির বাসিন্দারা। অবশেষে শহরে জারি করা লকডাউন সোমবার প্রত্যাহার করা হয়েছে।

চার মাস আগে সিডনিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হয়। সংক্রমণের বিস্তার রুখতে ৫০ লাখ বাসিন্দার শহরটিতে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। শহরটি যে রাজ্যের অংশ সেই নিউ সাউথ ওয়েলসে রোববার ৪৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজ্যের ১৬ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় ৭০ শতাংশকে টিকার দুই ডোজ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে বারসহ হাতেগোনা কিছু ভেন্যু টিকা প্রাপ্তদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গত জুন থেকে জরুরি নয় এমন লোকদের জন্য সিডনির দোকান, স্কুল, সেলুন ও অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়। যাতায়াত ও যোগাযোগের ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপ করে নগর কর্তৃপক্ষ। বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে ভ্রমণের অনুমতি ছিল বাসিন্দাদের। এমনকি মারা যাওয়া স্বজনদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানেও ছিল নিষেধাজ্ঞা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]