6965

04/26/2024 নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সভা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, ফরিদপুর থেকে

১১ অক্টোবর ২০২১ ২২:৫২

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদে সোমবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৈজুরী ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার রাহার সভাপতিত্বে সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়াকার্স অব বাংলাদেশ রয়্যাল ডেনিস অ্যামবেসির অর্থায়নে নিরাপদ অভিবাসনের জন্য জনসচেতনা তৈরির লক্ষ্যে কৈজুরী ইউনিয়নের প্রবাসী বাসিন্দা ও পরিষদের সদস্যবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ হায়দার শেখ, ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউনুস মল্লিক, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লিপিয়া ইয়াসমিন, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার বেগম, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুমা ইসলাম, বনগ্রাম উচ্চগ্রাম শিক্ষক মোঃ বাচ্চু মৃধা, তুলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম সলিমুল্লা সেলিম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফোরাম সদস্য সদর উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রবিউল হাসান রাজিব।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্টর স্পেশালিষ্ট-ইকোনোমিক রিইন্টিগ্রেশন, মাইগ্রেশন প্রোগ্রাম ফরিদপুর মোঃ আব্দুল মজিদ। এ সময় তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম নিরাপদ অভিবাসনের জন্য জনসচেতনা তৈরি, মানব পাচার প্রতিরোধসহ সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে ফিল্ড অর্গানাইজার মোঃ সেলিম বিশ্বাসসহ ফরিদপুরের ব্র্যাক মাইগ্রেশনের কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]